রূপগঞ্জে সাবেক ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

লাশ
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রলীগের সাবেক এক কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার রাত ৯টার দিকে উপজেলার গোলাকান্দাইল কাঠপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ওই ছাত্রলীগ কর্মীর নাম রাকিব হাসান। তিনি গোলাকান্দাইল এলাকার হারুন মিয়ার ছেলে।

পরিববারের দাবি, গোলাকান্দাইল ইউনিয়ন শ্রমিকলীগ নেতা দেলোয়ার হোসেনের নেতৃত্বে একদল অস্ত্রধারী রাকিবকে কুপিয়ে হত্যা করেছে। মাদকব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

পুলিশ জানায়, রাকিব ম্প্রতি ছিনতাই ও মাদক মামলায় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। তাঁর বড় ভাই মো. কাউসার তালিকাভুক্ত মাদক কারবারি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মাহাবুবুর রহমান জানান, বুধবার রাত ৯টার দিকে গোলাকান্দাইল কাঠপট্টি এলাকায় একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে রাকিবের ওপর হামলা চালায়। অস্ত্রের আঘাতে রাকিবের বাম হাত প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে।

এ ছাড়া এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতাল নিয়ে যান। পরে সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

রাকিব উপজেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক আতিকুর রহমানের অনুসারী ছিলেন। আতিকুল ইসলাম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।