সৌদিতে বাংলাদেশিকে অপহরণ করে ৩৫ লাখ টাকা আদায়, বাংলাদেশে তিনজন গ্রেপ্তার
সৌদি আরবে রাসেল নামের এক প্রবাসী বাংলাদেশিকে অপহরণ ও মুক্তিপণ আদায়ে জড়িত তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আকরাম (৩৩), মো. ইসমাইল হোসেন (৩৪) ও মজিব রহমান (২৬)। গতকাল শুক্রবার লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে খিলগাঁও থানার পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাসেল নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে সৌদি আরবে থাকেন। গত ১১ জানুয়ারি প্রবাসী বাংলাদেশিদের একটি সংঘবদ্ধ অপহরণকারী চক্রের সদস্যরা রিয়াদ থেকে রাসেলকে অপহরণ করেন। তাঁর ওপর নির্যাতন চালানো হয়। তাঁরা রাসেলের পরিবারের সদস্যদের কাছ থেকে মুক্তিপণ হিসেবে ৩৫ লাখ টাকা দাবি করেন। অপহরণকারী চক্রের দেওয়া ব্যাংক হিসাবে ভুক্তভোগীর পরিবারের সদস্যরা ৩৫ লাখ টাকা জমা করেন।
এই পুলিশ কর্মকর্তা আরও জানান, অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে গত ২১ জানুয়ারি রাসেলের শ্বশুর কামরুল ইসলাম খিলগাঁও থানায় একটি মামলা করেন। মামলার ভিত্তিতে মুক্তিপণ আদায়ে জড়িত অভিযোগে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। মুক্তিপণ আদায় করা ৩৫ লাখ টাকার মধ্যে ১২ লাখ টাকা আদালতের আদেশে অবরুদ্ধ করা হয়েছে।
কিশোর গ্যাংয়ের ১২ জন গ্রেপ্তার
রাজধানীর আদাবরে বিশেষ অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের আট সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আট ব্যক্তি হলেন জিহাদ সরদার (২২), রবিউল (২০), মো. স্বপন (২২), মো. কাঞ্চন (৪২), মো. নাজমুল হোসেন (২২), মো. মাসুদ রানা (২৪), মো. ফয়সাল (২০) ও মো. ইউসুফ আলী (১৮)।
পুলিশ বলছে, গ্রেপ্তার আটজনের বিরুদ্ধে চুরি, ছিনতাই, দস্যুতার চেষ্টাসহ একাধিক অভিযোগে মামলা রয়েছে।