ফোন দিয়ে পাসওয়ার্ড চাইতেন সুখী, পেলেই তুলে নিতেন টাকা: র‍্যাব

সুখী আক্তার। প্রতারণার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব। ঢাকা, ২৫ মে
ছবি: সংগৃহীত

মুঠোফোনে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানের গ্রাহকদের অ্যাকাউন্ট হ্যাক করে টাকা তুলে নেওয়ার অভিযোগে সুখী আক্তার (৩০) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‍্যাব-২।

র‍্যাব সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মুঠোফোনে আর্থিক সেবাদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানের গ্রাহকের কাছে ফোন দিয়ে নিজেকে রুমি বলে পরিচয় দিতেন সুখী আক্তার। বলতেন, ওই গ্রাহকের অ্যাকাউন্ট হালনাগাদের কাজ চলছে। একটি ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) পাঠানো হয়েছে। সেটা না বললে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। এভাবে ওটিপি জেনে নিয়ে অ্যাকাউন্ট হ্যাক করে টাকা তুলে নিতেন সুখী।  

র‍্যাব আরও জানিয়েছে, সুখীর বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গায়। তিনি একটি প্রতারক চক্রের সদস্য। চক্রের অন্য সদস্যরা মিলে মুঠোফোনে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানের গ্রাহকদের টাকা আত্মসাৎ করে আসছিলেন। চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।