ওই নারী তাতে রাজি না হওয়ায় জসিম ব্যক্তিগত মুহূর্তের বিভিন্ন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।

র‍্যাব কর্মকর্তা নুরুল আবছার আরও বলেন, চলতি বছরের ১ জানুয়ারি জসিম ওই নারীকে একটি আবাসিক হোটেলে নিয়ে যান এবং ধর্ষণ করেন। এভাবে বেশ কয়েকবার ধর্ষণ করেন।

৮ মার্চ স্বামী কারাগার থেকে বের হলে ওই নারী তাঁকে ঘটনা খুলে বলেন। পরে এ বিষয়ে র‍্যাবকে জানানো হয়।

র‍্যাব বলছে, আসামি জসিম ভয়ভীতি দেখিয়ে ধর্ষণের কথা স্বীকার করেছেন। জসিমকে থানায় হস্তান্তর করা হয়েছে।