ঢাকায় ব্যবসায়ীর চোখে বালু ছুড়ে ১৪ লাখ টাকা ছিনতাইয়ে গ্রেপ্তার ৬

গ্রেপ্তার
প্রতীকী ছবি

রাজধানীর কদমতলীর পালপাড়া এলাকা থেকে এক ব্যবসায়ীর ১৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার ঢাকা, মুন্সিগঞ্জ ও শরীয়তপুরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ৯ লাখ ১২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কদমতলী থানা–পুলিশ এ তথ্য জানিয়েছে।

পুলিশ সূত্র জানায়, শ্যামপুরের জুরাইন এলাকার মুদিদোকানদার নুর নবী দোকান বন্ধ করে গত বৃহস্পতিবার রাতে রিকশায় করে বাসায় ফিরছিলেন। বাসায় প্রবেশের আগমুহূর্তে অজ্ঞাতনামা এক ব্যক্তি তাঁর চোখে বালু ছুড়ে মারেন। পরে তাঁর টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যান।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, নুর নবী তেল, ময়দাসহ মুদি মালামাল পাইকারি ও খুচরা বিক্রি করেন। ঘটনার দিন নারায়ণগঞ্জের একটি ময়দার কারখানার বকেয়া প্রায় ১১ লাখ টাকা পাঠানোর কথা ছিল। সময়মতো ব্যাংকে যেতে না পারায় টাকা পরিশোধ করতে পারেননি। এই টাকার সঙ্গে সারা দিন বিক্রির আরও ৩ লাখ টাকাসহ ১৪ লাখ টাকা নিয়ে তিনি বাসায় ফিরছিলেন।

পুলিশ জানায়, ছিনতাইয়ের ঘটনায় জড়িত অভিযোগে মিজানুর রহমান (৫০), মো. সাজিদ (২৯), শহিদুল ইসলাম (৪০), মো. সালাউদ্দিন (৩৮), চান মিয়া (২৮) ও মো. মিন্টুকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে মিজানুরের কাছ থেকে ২ লাখ ৯৯ হাজার টাকা, সাজিদের কাছ থেকে ৯৩ হাজার টাকা, শহিদুলের কাছ থেকে ১ লাখ ৭০ হাজার, সালাউদ্দিনের কাছ থেকে দেড় লাখ, চান মিয়া থেকে দেড় লাখ, মিন্টুর কাছ থেকে ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।