ইউটিউব দেখে শেখেন মোটরসাইকেল চুরি, ঢাবির সাবেক শিক্ষার্থীসহ গ্রেপ্তার ২

রেজা মো. সাইমুন ওরফে তরুণ ও সাদমান সাকিব
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে মোটরসাইকেল চুরির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে মিরপুরের রাইনখোলা বড় মসজিদের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রেজা মো. সাইমুন ওরফে তরুণ (৩৫) ও সাদমান সাকিব (২৯)।

পুলিশ বলছে, গ্রেপ্তার রেজা মো. সাইমুন ওরফে তরুণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ছিলেন। তাঁর বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় সাতটি মামলা রয়েছে। আর সাদমান সাকিব একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ডিপ্লোমা করেন। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় সাতটি মামলা রয়েছে। তাঁরা ইউটিউব দেখে মোটরসাইকেলের তালা ভাঙার কৌশল শেখেন। পরে ওই কৌশল ব্যবহার করে মোটরসাইকেল চুরি করতেন।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন প্রথম আলোকে বলেন, রেজা মো. সাইমুন ওরফে তরুণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের বিভাগের ২০১১-১২ বর্ষের শিক্ষার্থী ছিলেন। কিন্তু স্নাতক শেষ করতে পারেননি। চতুর্থ বর্ষে থাকাকালে সাময়িক বরখাস্ত হয়ে পড়ালেখা ছেড়ে দেন। পরে কিছুদিন একটি গানের দলের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি বলেন, সাদমান সাকিব আর্কিটেকচারাল ভিজুয়ালাইজেশন বিষয়ে ডিপ্লোমা করেছিলেন।

পুলিশ জানায়, ঢাকার বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল চুরি করে তাঁরা মুন্সিগঞ্জে বিক্রি করেন। তাঁরা বেশ কয়েকবার পুলিশের হাতে গ্রেপ্তারও হয়েছিলেন। সর্বশেষ ২০২১ সালে গ্রেপ্তার হয়ে ১৫ মাস জেল খেটে দুই মাস আগে জামিন পান। জামিনে বেরিয়ে গতকাল শনিবার রাতে আবারও মোটরসাইকেল চুরি করতে গেলে জনতার হাতে ধরা পড়েন। এরপর পুলিশের কাছে তাঁদের হস্তান্তর করা হয়।