গ্রেপ্তার লরিচালক আবদুল আল আজাদ
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় কাজী মাসুদ (৩৮) নামের ট্রাফিক পুলিশের সদস্যকে চাপা দেওয়া লরিচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার নোয়াখালী থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। গ্রেপ্তার ব্যক্তির নাম আবদুল আল আজাদ।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন প্রথম আলোকে বলেন, গতকাল রোববার ভোরে পুলিশের এক সদস্য ও একটি বাস কাউন্টারের এক কর্মীকে চাপা দিয়ে পালিয়ে যান লরিচালক। ঘটনাস্থল থেকে লরিটি জব্দ করা হয়।

ট্রাফিক পুলিশের সদস্য কাজী মাসুদ গতকাল ভোরে উত্তরার তাসিন পাম্পের পূর্ব পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দায়িত্ব পালন করছিলেন। এ সময় তাঁকে পেছন দিক থেকে কনটেইনার বহনকারী একটি লরি ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়েন। পরে ওই লরির চাকায় পিষ্ট হন তিনি। ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় একটি বাস কাউন্টারের কর্মী জাহাঙ্গীর আলম গুরুতর আহত হন।

কাজী মাসুদ ট্রাফিক (উত্তরা) বিভাগের কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি বাগেরহাটের কচুয়া উপজেলার ধোপাখালী গ্রামে। বাবার নাম কাজী হেমায়েত উদ্দিন।