অলিউল্লাহ রুবেল
ছবি: সংগৃহীত

রাজধানীর শাহজাহানপুরে যুবলীগ কর্মী অলিউল্লাহ রুবেল (৩৬) হত্যায় জড়িত অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গ্রেপ্তার দুজন হলেন মো. আদনান আসিফ (২০) ও মো. শাকিল (২০)। গতকাল শনিবার রাজধানীর উত্তরা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব এই তথ্য জানায়। র‍্যাব বলছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে।

গত বৃহস্পতিবার রাতে অলিউল্লাহকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তিনি রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে ছিলেন। পরে তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

গ্রেপ্তার দুই ব্যক্তি
ছবি: সংগৃহীত

পারিবারিক সূত্র জানায়, অলিউল্লাহ ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ১২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ছিলেন। এর আগে তিনি শাহজাহানপুর থানা ছাত্রলীগের ২০১৪-১৫ সালের কমিটিতে দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, অলিউল্লাহ এলাকায় ইন্টারনেট ও ডিমের পাইকারি ব্যবসা করতেন। সম্প্রতি তিনি এলাকায় খাওয়ার পানি সরবরাহের ব্যবসায় যুক্ত হতে চেষ্টা করছিলেন। মূলত, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শাহজালাল নামের এক ব্যক্তির সঙ্গে তাঁর শত্রুতা হয়। এই শত্রুতার জেরেই অলিউল্লাহ খুন হন।

র‍্যাবের ভাষ্য, শাহজালালের নির্দেশে ঘটনার এক দিন আগে মালিবাগ সরকারি কলোনির মাঠে হাবিব, সানি, আলিফ, শাকিল, আসিফসহ কয়েকজন মিলে অলিউল্লাহকে ‘উচিত শিক্ষা’ দেওয়ার পরিকল্পনা সাজান। ঘটনার দিন রাত ১১টার দিকে যে রাস্তা দিয়ে অলিউল্লাহ বাসায় যান, সেই রাস্তার মুখে অবস্থান নেন আসিফ ও শাকিল। সেখান থেকে একটু সামনে অন্যরা অবস্থান নেন। এই দলে ছিলেন হাবিব, সানি, আলিফসহ অন্যরা। তাঁরা অলিউল্লাহকে মারার জন্য ধারালো অস্ত্র নিয়ে অপেক্ষায় ছিলেন। শাকিল ও আসিফ অন্যদের অলিউল্লাহর অবস্থানের তথ্য দিচ্ছিলেন। অলিউল্লাহ সামনে এগিয়ে গেলে আগে থেকে অবস্থান নেওয়া হাবিব তাঁর দলবলসহ অলিউল্লাহর ওপর হামলা চালান।

র‍্যাব বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, শাহজালালের পরিকল্পনাতেই এই হত্যাকাণ্ড ঘটেছে। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে শাহজালালের সঙ্গে অলিউল্লাহর বিরোধ তৈরি হয়েছিল। এ কারণে শাহজালাল ক্ষিপ্ত হয়ে অলিউল্লাহকে হত্যার জন্য হাবিবকে দায়িত্ব দিয়েছিলেন।

আরও পড়ুন

ঢাকার শাহজাহানপুরে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা