নানিকে বাঁচাতে গিয়ে মাদকাসক্ত মামার হাতে ভাগনে খুন

ছুরিকাঘাতে হত্যাপ্রতীকী ছবি

রাজধানীর কামরাঙ্গীরচরে মাদকাসক্ত এক ব্যক্তির ছুরিকাঘাতে তাঁর এক ভাগনে খুন হয়েছেন। এ ঘটনায় তাঁর আরেক ভাগনেও আহত হয়েছেন। আজ রোববার বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। নিহত ভাগনের নাম তানিন হোসেন (২২), আহত ভাগনের নাম তামিম হোসেন (২৩)। আর মামার নাম রাকিব।

তানিন ও তামিমকে ঢাকা মেডিকেল (ঢামেক) কলেজ হাসপাতালে নিয়ে আসেন তাঁদের আরেক মামা রিপন আহমেদ। তিনি প্রথম আলোকে বলেন, মাদকের জন্য তাঁর ভাই মায়ের কাছে টাকা চেয়েছিলেন। টাকা না পেয়ে মাকে মারধর করা শুরু করেন। তখন দুই ভাগনে বাধা দিতে গেলে তাঁদের ছুরিকাঘাত করেন রাকিব। গুরুতর আহত অবস্থায় তাঁদের হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তানিনকে মৃত ঘোষণা করেন। আহত তামিম হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

রিপন আহমেদ আরও জানান, কামরাঙ্গীরচরে তাঁর দোকানে ইলেকট্রিকের কাজ করতেন দুই ভাগনে। আজ বিকেলে দোকান থেকে নানিকে দেখতে বাসায় গিয়েছিলেন তানিন ও তামিম।

ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া প্রথম আলোকে বলেন, মরদেহ কলেজের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

হাসপাতাল সূত্র জানায়, নিহত তানিন কেরানীগঞ্জের আমিরাবাদে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়।