রাজধানীর ইস্কাটনে বাড়ি দখলের চেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ২

গ্রেপ্তারপ্রতীকী ছবি

রাজধানীর নিউ ইস্কাটন এলাকায় একটি আটতলা বাড়ি দখলের চেষ্টার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, একদল লোক গতকাল বিকেলে নিউ ইস্কাটনের একটি বাড়ি দখল করতে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আমের ছালাম ও হুমায়ুন রশিদ।

এ ঘটনায় রমনা থানায় মামলা করেছেন বাড়ির মালিক কুতুব উদ্দিন আহমেদ। তিনি প্রথম আলোকে বলেন, আসামিরা গতকাল একটি ট্রাকে এসে বাড়ি দখলে নেওয়ার চেষ্টা করেন। বাড়িটি ১৯৫৬ সালে তৈরি করা। হঠাৎ আসামিরা এসে বাড়িটি তাঁদের বলে দাবি করেন। আসামিরা এর আগেও একবার বাড়িটি দখলের চেষ্টা করেছিলেন।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক প্রথম আলোকে বলেন, আসামিরা বাড়িটি দখলের চেষ্টা করছিলেন। এ ঘটনায় দুজন গ্রেপ্তার হয়েছেন। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।