খুনের ১১ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সর্বহারা দলের নেতা গ্রেপ্তার
প্রায় ১১ বছর আগের খুনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ও সর্বহারা দলের নেতা শুক্কুর আলীকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার রাতে র্যাব-৩–এর একটি দল নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে শুক্কুর আলী ও তাঁর সহযোগী দিদারকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় র্যাব।
সংবাদ সম্মেলনে র্যাব-৩–এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, শুক্কুর আলী হবিগঞ্জ, নেত্রকোনা ও কিশোরগঞ্জের ত্রাস পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি লাল পতাকা ওরফে সর্বহারা চরমপন্থী দলের সদস্য। তাঁর বিরুদ্ধে খুন, ডাকাতিসহ একাধিক মামলা আছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে শুক্কুর আলী জানিয়েছেন, ২০১১ সালের সেপ্টেম্বরে নেত্রকোনার খালিয়াজুরীতে দেয়াল ভেঙে মনোরঞ্জন সরকারের বাড়িতে দলবলসহ প্রবেশ করেন তিনি। এ সময় স্বর্ণালংকার, টাকাসহ মূল্যবান মালামাল লুট করেন তাঁরা। এ কাজে মনোরঞ্জন সরকারের ছেলে বাধা দিলে তাঁকে রামদা দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেন শুক্কুর আলী ও তাঁর দল। এ কাজে প্রধান সহকারীর ভূমিকা পালন করেন তাঁর ভাতিজা দিদার। তাঁদের বিরুদ্ধে খালিয়াজুরী থানায় খুন ও ডাকাতির অভিযোগে মামলা করে নিহত ব্যক্তির পরিবার।
র্যাব কর্মকর্তা আরিফ মহিউদ্দিন বলেন, শুক্কুর ও দিদার মনোরঞ্জন হত্যা মামলার অন্যতম প্রধান আসামি। বিচারপ্রক্রিয়া শেষে আদালত ২০১৯ সালে তাঁদের বিরুদ্ধে যাবজ্জীবন সাজার রায় দেন। রায়ের পর গ্রেপ্তার এড়াতে এলাকা ছেড়ে নারায়ণগঞ্জে স্থায়ীভাবে বাস শুরু করেন চাচা–ভাতিজা।