হিরো আলমের ওপর হামলার ঘটনায় আরও ৫ জন গ্রেপ্তার

ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে হামলার শিকার হন হিরো আলম
ফাইল ছবি: প্রথম আলো

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোট চলাকালে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ।

রোববার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সজল, প্রিন্স, সাহেব আলী, শোয়েব ও বায়েজিদ। তাঁদের নিয়ে এ ঘটনায় করা মামলায় ১৫ জনকে গ্রেপ্তার করল পুলিশ।

ডিবি গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার হাফিজ আল আসাদ প্রথম আলোকে বলেন, হিরো আলমের ওপর হামলার ঘটনায় নতুন করে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

১৭ জুলাই ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের ভোট চলাকালে বিকেলে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পরিদর্শনে যান হিরো আলম। এ সময় নৌকা প্রতীকের কর্মী ও সমর্থকেরা পেছন থেকে তাঁর উদ্দেশে গালাগাল করতে থাকেন এবং কেন্দ্র থেকে বেরিয়ে যেতে বলেন। পরিস্থিতি উত্তপ্ত হলে দায়িত্বরত পুলিশ সদস্যরা নিরাপত্তা দিয়ে হিরো আলমকে স্কুল ফটকের বাইরে পৌঁছে দেন। তখন নৌকার ব্যাজধারী ব্যক্তিরা ধাওয়া দিয়ে তাঁকে রাস্তায় ফেলে পেটান।