কিস্তির টাকা পরিশোধ করতেই টাঙ্গাইলের জোড়া খুন: র্যাব
টাঙ্গাইলের সখীপুরে জোড়া খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোস্তফা মিয়া (২০) ও আল আমিন (২৭) নামে দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। জিজ্ঞাসাবাদে তাঁদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে র্যাব বলছে, ঋণের টাকা পরিশোধ করতেই এই জোড়া খুনের ঘটনা ঘটে।
গতকাল বৃহস্পতিবার সখীপুর ও ঢাকার মোহাম্মদপুরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে আজ শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে র্যাব সংবাদ সম্মেলন করে।
গত ১৯ জুলাই টাঙ্গাইলের সখীপুরে নৃশংসভাবে খুন হন ব্যবসায়ী শাহজালাল ও তাঁর চাচা মজনু মিয়া। এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। মামলাটির ছায়াতদন্ত করছে র্যাব।
আজ সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গ্রেপ্তারকৃত দুজনকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে বলেন, সখীপুরের বাসিন্দা মোস্তফা মিয়া স্থানীয় একটি সমিতি থেকে উচ্চ সুদে ঋণ নেন। কিন্তু ঋণের টাকা শোধ করতে পারছিলেন না। কিস্তির টাকা পরিশোধের জন্য স্থানীয় শাহজালাল নামের এক ব্যবসায়ীর কাছ থেকে অর্থ লুট করার পরিকল্পনা করেন।
খন্দকার আল মঈন আরও বলেন, মুদিদোকানি ও মোবাইল ব্যাংকিং এজেন্ট শাহজালাল গত ১৯ জুলাই রাতে তাঁর চাচা মজনু মিয়াকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে তাঁর মোটরসাইকলের গতিরোধ করেন মোস্তফা ও তাঁর সহযোগী আল আমিন। লোহার রড দিয়ে শাহজালাল ও মজনু মিয়াকে উপর্যুপরি আঘাত করেন তাঁরা। এতে শাহজালাল ও মজনুর মৃত্যু হয়।