রাজধানীর জাপান গার্ডেন সিটিতে ৩ কুকুরের মৃত্যু, অভিযোগ বিষ দিয়ে হত্যা
রাজধানীর মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটিতে গতকাল শুক্রবার রাতে বেওয়ারিশ তিনটি কুকুর ও একটি বিড়ালের মৃত্যু হয়েছে। প্রাণীদের কল্যাণে কাজ করা অলাভজনক সংস্থা ‘দ্য পিপল ফর অ্যানিমাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ এটিকে হত্যাকাণ্ড দাবি করেছে। তারা এ ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনতে আজ শনিবার আদাবর থানায় অভিযোগ জানিয়েছে।
প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকদুম ইমতিয়াজ ভূঁইয়া।
ওসি মাকদুম বলেন, গতকাল এলাকাবাসীর কাছ থেকে অভিযোগ পেয়ে পুলিশ জাপান গার্ডেন সিটিতে গিয়ে ঘটনার সত্যতা পেয়েছে। পুলিশের পক্ষ থেকে জাপান গার্ডেন সিটির সংশ্লিষ্টদের বলা হয়েছে, কোনো বেওয়ারিশ কুকুর কিংবা বিড়ালকে বিষপান করিয়ে হত্যা একটা অপরাধ। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আদালতে মামলা করার জন্য সংশ্লিষ্ট সংগঠনকে বলা হয়েছে।
দ্য পিপল ফর অ্যানিমাল ওয়েলফেয়ার (প) ফাউন্ডেশনের সমন্বয়ক কাজী নওশেবা আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আমরা জানতে পেরেছি ১০টি কুকুর ও একটি বিড়ালকে মেরে ফেলা হয়েছে। এর মধ্যে তিনটি কুকুর ও একটি বিড়াল ছাড়া বাকিগুলোকে সরিয়ে ফেলা হয়। আমরা প্রথমে এই প্রাণীগুলোর ময়নাতদন্ত করাব। এরপর আদালতে মামলা করব।’
এদিকে প ফাউন্ডেশনের ফেসবুক পেজে এক পোস্ট দিয়ে বলা হয়, ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালককে বিষয়টি জানানো হয়েছে। তিনি ময়নাতদন্তসহ আইনি সব পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।