সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার ও উপমন্ত্রী জ্যাকবের বিরুদ্ধে মামলা

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও সাবেক পানি সম্পদ মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবফাইল ছবি

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার তাঁর বিরুদ্ধে এই মামলা করা হয়।

একই অভিযোগে সাবেক পানি সম্পদ মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের বিরুদ্ধে মামলা করেছে দুদক।

রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন এক সংবাদ সম্মেলনে বলেন, ২৭ কোটি ১৮ লাখ ৪২ হাজার ৫৮৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে শাহরিয়ারের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাঁর ৬টি ব্যাংক হিসাবে ২৬০ কোটি ৯৪ লাখ ৯৬ হাজার ৭৩০ টাকার সন্দেহজন লেনদেন হয়েছে।

দুদকের মহাপরিচালক আরও বলেন, জ্ঞাত আয়বহির্ভূত ১৩ কোটি ৯৮ লাখ ৯ হাজার ৯২৯ টাকার সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়েছে।  তাঁর স্ত্রী নিলীমা নিগার সুলতানার নামে ৩ কোটি ২৮ লাখ ৬৪ হাজার ৪৫ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। তাই তাঁর বিরুদ্ধে সম্পদ বিবরণীর নোটিশ দেওয়া হয়েছে।