শিক্ষা উপবৃত্তির কথা বলে ফাঁদে ফেলেন তাঁরা

শিক্ষা উপবৃত্তির টাকা দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে র‍্যাবছবি: সংগৃহীত

শিক্ষা উপবৃত্তির টাকা দেওয়ার নামে বিভিন্ন ব্যাংকের ক্রেডিট–ডেবিট কার্ড হ্যাক করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল রোববার ঢাকা, জামালপুর, রাজশাহী, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও ফরিদপুরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, শামীম হোসেন (২৯), মোহাম্মদ জিহাদ (৩৪), কাজী সাদ্দাম হোসেন ওরফে আমির হামজা (২৬), মো. আহাদ গাজী (২৪), মো. মোস্তাফিজুর রহমান ওরফে জয় (২৬), মো. বাপ্পি মোল্লা (২০), মো. জাকির হোসেন হাওলাদার (৪৭) ও মো. উসমান গনি মোল্লা (৩৩)। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব।

র‍্যাব জানিয়েছে, গত ২৪ মার্চ রাজশাহীর বোয়ালিয়া মডেল থানা এলাকায় এক ভুক্তভোগীর মুঠোফোনে একটি কল আসে। তাতে এক ব্যক্তি নিজেকে ভুক্তভোগীর মেয়ের শিক্ষা প্রতিষ্ঠানের হিসাব শাখার কর্মকর্তা পরিচয় দেন। তাকে বলা হয়, এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পাওয়ায় তাঁর মেয়ে শিক্ষা উপবৃত্তির ২২ হাজার ৫০০ পেয়েছে।

র‌্যাব আরও জানায়, এরপর কৌশলে ভুক্তভোগীর ক্রেডিট কার্ডের নম্বর নিয়ে হ্যাক করে দেড় লাখ টাকা হাতিয়ে নেন প্রতারক চক্রের সদস্যরা। এভাবে দেশের বিভিন্ন এলাকার স্কুল পড়ুয়া অভিভাবকদের সঙ্গে প্রতারণা করে আসছিল চক্রটি।