মুঠোফোনের আইএমইআই পরিবর্তন করে বিক্রি, গ্রেপ্তার ৯

মুঠোফোনের আইএমইআই পরিবর্তন করে বিক্রি করা চক্রের নয়জনকে গ্রেপ্তার করেছে এটিইউ। ঢাকা, ১৪ সেপ্টেম্বর
ছবি: সংগৃহীত

চোরাই মুঠোফোন কেনাবেচা ও ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেনটিটি (আইএমইআই) পরিবর্তনের সঙ্গে জড়িত অভিযোগে একটি সংঘবদ্ধ চোর চক্রের নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশের বিশেষায়িত অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

বুধবার রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৩টি ল্যাপটপ, ১টি কম্পিউটার, ৭টি মুঠোফোন, ল্যাপটপসামগ্রী ও আইএমইআই পরিবর্তনের কাজে ব্যবহৃত ১৬টি যন্ত্র জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাহাউদ্দিন হোসেন ওরফে মিজি ওরফে বাহার (৩৫), রমজান আলী (২৯), হামিম আহমেদ ওরফে হামিম (৩৪), আতিকুল ইসলাম (২৮), পারভেজ হাসান (১৮), মাসুদুর রহমান ওরফে মাসুদ (৩২), সাইফুল ইসলাম (২৮), ফয়সাল আহমেদ ওরফে রনি (৩৪) ও মিল্লাত হোসেন (২৬)।

গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এটিইউর পুলিশ সুপার (অপারেশনস, মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) মোহাম্মদ ছানোয়ার হোসেন বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, তাঁরা দলভুক্ত হয়ে ঢাকা শহর ও আশপাশের জেলার মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিল, জানাজার নামাজসহ জনসমাগমস্থল থেকে মুঠোফোন চুরি করেন। পরে মুঠোফোনগুলোর আইএমইআই পরিবর্তন করে বিক্রি করেন।