জাল টাকা তৈরি চক্রের তিনজন গ্রেপ্তার

গ্রেপ্তার
প্রতীকী ছবি

রাজধানীতে জাল টাকা তৈরি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার রাজধানীর ধলপুর এলাকার কমিশনার রোডের একটি বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে ডিবি জানিয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন— চক্রের মূলহোতা মো. কাউছার হোসেন ওরফে কাশেম (৫০), তাঁর সহযোগী মো. নজরুল ইসলাম (৩৪) ও মিনার (৩৬)। তাঁদের কাছ থেকে ৬৫ লাখ জাল টাকাসহ জাল টাকা তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

ডিবির গুলশান বিভাগের উপকমিশনার রিফাত রহমান শামীম প্রথম আলোকে বলেন, এই চক্রের সদস্যরা ১৫ বছর ধরে জাল টাকা তৈরির সঙ্গে জড়িত। ঈদকে সামনে রেখে তারা বিপুল পরিমাণ টাকা শহর ও গ্রামে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছিলেন।