রাজধানীতে যুবকের কবজি বিচ্ছিন্ন করার ঘটনায় গ্রেপ্তার ৪

রাজধানীর আদাবরে যুবকের কবজি বিচ্ছিন্ন করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশছবি: সংগৃহীত

রাজধানীর আদাবরে এক যুবকের কবজি বিচ্ছিন্ন করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের মিরপুর বিভাগ গত শুক্রবার রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আলমগীর (২৬), শাহজাহান (৩৩), তরিকুল ইসলাম (১৯) ও রাহাত হোসেন (১৮)।  

রাজধানীর মিন্টো রোডে শনিবার ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক বলেন, গত বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আদাবর এলাকায় ছিনতাইকারীদের চাপাতির আঘাতে সুমন শেখ (২৬) নামের এক যুবকের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশের একাধিক টিম কাজ শুরু করে। পরে ওই ছিনতাইকারী চক্রের চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।  

উল্লেখ্য, গত বৃহস্পতিবার আত্মীয়ের বাসা থেকে বের হওয়ার পর আদাবর ১০ নম্বর এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়েন সুমন শেখ। চাপাতির আঘাতে তাঁর কবজি বিচ্ছিন্ন করা হয়। তাঁর কাছ থেকে নগদ টাকা ও মুঠোফোন নিয়ে যায় ছিনতাইকারীরা।
সুমন শেখকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন