অস্ত্র মামলায় এক আসামির ১৭ বছরের কারাদণ্ড

আদালত
প্রতীকী ছবি

রাজধানীতে একটি অস্ত্র মামলায় এক ব্যক্তিকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রোকসানা বেগম হ্যাপি এই রায় দেন।

দণ্ডিত আসামির নাম খোকন (৪০)। তিনি ঢাকার মিরপুর এলাকার বাসিন্দা। রায় ঘোষণার সময় আসামি আদালতে হাজির ছিলেন। রায় ঘোষণা শেষে তাঁকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

মামলার কাগজপত্রের তথ্য অনুযায়ী, ২০০০ সালের ২৪ মে রাজধানীর মিরপুর এলাকা থেকে অস্ত্রসহ গ্রেপ্তার হন খোকন। এ ঘটনায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তৎকালীন উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম বাদী হয়ে খোকনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেন। মামলাটির তদন্ত করে ওই বছরের ৫ নভেম্বর খোকনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

আদালত ২০০১ সালের ২৮ মার্চ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এই মামলায় ছয়জন সাক্ষীকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সরকারি কৌঁসুলি এস এম জাহিদ সরদার।