আনসারুল্লাহ বাংলা টিমের ২ সদস্য গ্রেপ্তার

গ্রেপ্তার
প্রতীকী ছবি

জঙ্গিবাদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। এটিইউ বলছে, গ্রেপ্তার দুজন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) সক্রিয় সদস্য। তাঁরা ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে এবং সরাসরি নিজেদের সহযোগীদের সঙ্গে উগ্রবাদ ও দেশবিরোধী পরিকল্পনা করছিলেন।

গ্রেপ্তার দুজন হলেন মো. সাইফুল ইসলাম (১৮) ও মনিরুল আহসান (২৮)। গত বুধ ও বৃহস্পতিবার রাতে নোয়াখালীর সুধারাম মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে সুধারাম মডেল থানায় মামলা করা হয়েছে। আজ শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এসব তথ্য জানিয়েছে এটিইউ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাইফুল ইসলাম নোয়াখালী জেলার আনসারুল্লাহ বাংলা টিমের সমন্বয়ক হিসেবে দুই বছর ধরে দায়িত্ব পালন করে আসছেন। তাঁর কাছ থেকে উগ্রবাদী কাজে ব্যবহৃত একটি মুঠোফোন ও দুটি সিমকার্ড জব্দ করা হয়েছে। আর মনিরুল আহসান ছয় বছর ধরে জিহাদি মতাদর্শে উদ্বুদ্ধ। তিনি সাইফুলের সহযোগী হিসেবে কাজ করছিলেন। তাঁর কাছ থেকে একটি মুঠোফোন, একটি সিমকার্ড ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।