ঝালকাঠির রাজাপুরের স্কুলশিক্ষক মো. আলমগীর খলিফা হত্যা মামলার প্রধান আসামি ওলিউল ইসলামকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাত নয়টার দিকে কাঁঠালিয়া শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল মঙ্গলবার ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শফিকুল করিম তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।