আসামি গ্রেপ্তার
বগুড়ার আদমদীঘি থানার পুলিশ ছয় মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি কহিনুর বেগমকে (২৮) গতকাল বৃহস্পতিবার সকালে তাঁর গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। আদমদীঘি থানার উপপরিদর্শক শাহিন রেজা বলেন, গ্রেপ্তার কহিনুর বেগম উপজেলার মুরইল বাজারের বাবু মিয়ার স্ত্রী (২৮)। তিনি সাজার পর থেকে পালিয়ে ছিলেন। পুলিশ কহিনুর বেগমকে গতকালই বগুড়া আদালতে পাঠিয়েছে।