ইলিশ রক্ষার অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা

বরিশাল জেলার ম্যাপ

নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ ধরার আয়োজন বন্ধে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। হামলায় অভিযান পরিচালনাকারী দলে থাকা দুই পুলিশ সদস্য ও স্পিডবোটের চালক আহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বরিশালের কীর্তনখোলা নদীতে এই হামলার ঘটনা ঘটে।

বরিশাল সদরের ইউএনও মো. মুনিবুর রহমান বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডসংলগ্ন কীর্তনখোলা নদীতে একদল জেলে জাল ফেলে মা ইলিশ ধরার চেষ্টা করছিলেন। এমন খবর পেয়ে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) মো. জাকারিয়া রহমান, উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্যামতসহ বন্দর থানার ১০ পুলিশ সদস্যের একটি দল ওই এলাকায় অভিযানে যায়। এলাকায় পৌঁছামাত্র একদল দুর্বৃত্ত অতর্কিতে তাদের ওপর হামলা চালায়। তারা এলোপাতাড়ি ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। হামলার মুখে আত্মরক্ষায় প্রশাসন ও পুলিশ পিছু হটে। হামলায় পুলিশের ২ সদস্য এবং তাঁদের বহনকারী একটি স্পিডবোটের চালকসহ ৩ জন আহত হন।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) মো. জাকারিয়া রহমান বলেন, এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এর আগে মা ইলিশ রক্ষায় মেঘনা নদীতে চলমান অভিযানে হামলা চালানোর অভিযোগ ওঠে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ওই হামলায় হিজলা নৌ পুলিশের ২ সদস্য আহত হন।