ইয়াবা কিনতে ক্রেতাবেশে র্যাব, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ইব্রাহিম ফরাজি। ছবি: সংগৃহীত
ইব্রাহিম ফরাজি। ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোরেলগঞ্জে ইয়াবা বিক্রির সময় ছাত্রলীগ নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৬)। সোমবার বিকেলে উপজেলার পৌর শহরের রহিমা মেমোরিয়াল হাসপাতাল নামের একটি বেসরকারি ক্লিনিকে এই ঘটনা ঘটে।

গ্রেপ্তাররা হলেন, মোরেলগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম ফরাজি (২৮) ও তাঁর সহযোগী নাঈম শেখ (১৮)। র‍্যাব সদস্যরা ক্রেতা সেজে বিক্রির সময় ২৫০ পিচ ইয়াবাসহ তাদের হাতেনাতে গ্রেপ্তার করে। এ সময় সেখান থেকে বেশ কিছু ফেনসিডিলের খালি বোতলও জব্দ করা হয়।

ছাত্রলীগ নেতা ইব্রাহিম ফরাজি মোরেলগঞ্জ উপজেলার বাদুড়তলা এলাকার আবদুল কাদের ফরাজির ছেলে।রহিমা মেমোরিয়াল হাসপাতালের মালিকানায়ও রয়েছেন এই ছাত্রনেতা। তাঁর সহযোগী নাঈম শেখ একই উপজেলার গোয়ালবাড়িয়া গ্রামের লাভলু শেখের ছেলে।

র‌্যাব-৬ এর ক্রাইম প্রিভেনশন স্পেশাল কোম্পানি (সিপিএসসি) কমান্ডার মেজর শামীম সরকার বলেন, মোরেলগঞ্জের কিছু এলাকাতে নিয়মিত মাদক বিক্রি হচ্ছে— এমন অভিযোগে জড়িতদের ধরতে ওই এলাকায় মাদকদ্রব্য কিনতে যায় র‍্যাব সদস্যরা। তিনি জানান, স্থানীয় এক ব্যক্তির মাধ্যমে মাদক কেনাবেচার সঙ্গে জড়িত এই দলটির সঙ্গে যোগাযোগ করা হয়। মুঠোফোনে তারা আড়াই শ টাকা পাইকারি মূল্য ৩০০ পিচ ইয়াবা বড়ি বিক্রি করতে রাজি হয়। সেই সূত্রধরে মাদকের ক্রেতা সেজে র‍্যাবের একটি দল সেখানে যায়।

মেজর শামীম সরকার আরও বলেন, ‘মুঠোফোনে বিভিন্ন জায়গা ঘুরিয়ে বিকেল ৪টার দিকে তারা আমাদের ইয়াবা নিতে রহিমা মেমোরিয়াল হাসপাতালের ভেতরে যেতে বলে। সেখানে তারা আমাদের ২৫০ পিচ ইয়াবা দেয়। তখন হাতেনাতে ইব্রাহিম ফরাজি ও নাঈম শেখকে গ্রেপ্তার করা হয়।’ গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোরেলগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

বাগেরহাট জেলা ছাত্রলীগের সভাপতি মো. মনির হোসেনে বলেন, ছাত্রলীগ সব সময় মাদকের বিরুদ্ধে সোচ্চার। মোরেলগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম ফরাজি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে মাদকসহ গ্রেপ্তার হওয়ায় তার বিরুদ্ধে দল সাংগঠনিক ব্যবস্থা নেবে।