ইয়াবাসহ রোহিঙ্গা শিবিরের দলনেতা আটক

গ্রেপ্তার
প্রতীকী ছবি

কক্সবাজারের উখিয়ার থাইংখালী তাজনিমারখোলা রোহিঙ্গা শরণার্থীশিবিরের দলনেতা (হেড মাঝি) আজিজ উল্লাহকে (৪৫) সাড়ে তিন হাজার ইয়াবাসহ আটক করেছে পুলিশ। তিনি উপজেলার থাইংখালী তাজনিমারখোলা ক্যাম্প-১৯-এর এ ব্লকের ১৭ নম্বরের ব্যবস্থাপনা কমিটির দলনেতা।

গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ থাইংখালী তাজনিমারখোলা ১৯ নম্বর রোহিঙ্গা শিবিরে অভিযান চালিয়ে আজিজকে আটক করে। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোরশেদ। তিনি বলেন, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় শরণার্থীশিবিরে দলনেতা আজিজ উল্লাহর কাছ থেকে ৩ হাজার ৫০০ ইয়াবা উদ্ধার করা হয়েছে। তিনি শরণার্থীশিবিরের ব্যবস্থাপনা কমিটির দলনেতা হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েন বলে স্বীকার করেছেন।

ওসি আহমেদ সনজুর মোরশেদ বলেন, আটক রোহিঙ্গানেতার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আজ শনিবার আদালতের পাঠানো হবে।