ঈশ্বরগঞ্জে 'বন্দুকযুদ্ধে' মাদক মামলার আসামি নিহত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গোয়েন্দা পুলিশ (ডিবি) ও থানা-পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর নাম মো. আবদুর রশিদ (৪০)। গতকাল বুধবার মধ্যরাতের পর উপজেলার ঘাঘড়া এলাকায় এ ঘটনা ঘটে। রশিদের বাড়ি একই উপজেলার শাখরাইল গ্রামে।

জেলা ডিবির ওসি শাহ কামাল আকন্দ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, রশিদ একজন মাদক ব্যবসায়ী। দেশের বিভিন্ন এলাকায় তাঁর মাদকের ব্যবসা আছে। তাঁর বিরুদ্ধে ঈশ্বরগঞ্জসহ বিভিন্ন থানায় মাদকের ১৩টি মামলা আছে।

পুলিশের ভাষ্য, গতকাল ডিবি পুলিশ জানতে পারে রশিদ বড় একটি মাদকের চালান হস্তান্তর করবেন। এ তথ্যের ভিত্তিতে ডিবির দল গতকাল মধ্যরাতের পর ঘাঘড়া গ্রামে যায়। ডিবি পুলিশ ও থানা-পুলিশের নজরদারি টের পেয়ে রশিদ পুলিশকে লক্ষ্য করে গুলি চালান। পুলিশও পাল্টা গুলি চালালে রশিদের সঙ্গীরা পালিয়ে যান। পরে সেখানে রশিদের গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখা যায়। পুলিশ সেখানে তল্লাশি চালিয়ে গুলির পাঁচটি খোসা, ১০০টি ইয়াবা ও ২০০ গ্রামের মতো হেরোইন পায়।

জেলা ডিবির ওসি মো. শাহ কামাল আকন্দ ঈশ্বরগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হওয়ার খবরের সত্যতা নিশ্চিত করেছেন।