উত্ত্যক্তের কারণে ছাত্রীর কলেজ যেতে ভয়

উত্ত্যক্তের কারণে ফরিদপুরে এক ছাত্রীর কলেজে যাওয়া বন্ধের উপক্রম হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে ওই ছাত্রীর ভাই থানায় আজ রোববার একটি লিখিত অভিযোগ করেছেন।

এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির নাম মো. সিরাজ মাতুব্বর (৩৫)। তিনি একই উপজেলার বাসিন্দা।

ওই ছাত্রী স্থানীয় একটি কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষে পড়ে। ছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে, প্রায় প্রতিদিন কলেজে যাওয়ার পথে ওই ছাত্রীকে সিরাজ উত্ত্যক্ত করেন।

ওই কলেজছাত্রী জানায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার কলেজে যাওয়া পথে সিরাজ তার পথ আটকায়। এ সময় সিরাজ তার মোবাইল ফোনের নম্বর চান। সে মোবাইল নম্বর দিতে অস্বীকার করলে সিরাজ চাপ দিতে থাকেন। একপর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে। এতে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এগিয়ে এলে সিরাজ পালিয়ে যান।

ওই ছাত্রী রোববার প্রথম আলোকে বলেন, ‘বৃহস্পতিবারের ওই ঘটনা পরে আমি কলেজে না গিয়ে বাড়ি চলে আসি। আমার পরিবারকে ঘটনা জানাই। এখন আমি কলেজে যেতে ভয় পাচ্ছি।’

ক্ষোভের সঙ্গে রোববার ওই শিক্ষার্থীর মা বলেন, ‘মেয়েকে এখন আমি কলেজে পাঠাতে ভয় পাচ্ছি। কে তার নিরাপত্তা দেবে। কার ভরসায় মেয়েকে কলেজে পাঠাব।’

এই ঘটনায় সিরাজের বক্তব্য নেওয়ার জন্য তাঁর মোবাইল ফোনে কয়েকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি। তবে এ বিষয়ে তাঁর মায়ের সঙ্গে কথা হয়।

সিরাজের মা মোমেনা বেগম বলেন, ‘আমার ছেলে রাস্তায় খড়ি পাড়ছিল। তখন ওই ছাত্রীর সঙ্গে নাকি ধাক্কা লেগেছে। এর বেশি কিছু আমি জানি না।’

সালথা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মণ বলেন, ‘মেয়েটির বড় ভাই আমাকে ফোনে বিষয়টি জানিয়েছেন। এ অবস্থা চলতে পারে না। বখাটের উপদ্রবে এক শিক্ষার্থীর কলেজে আসা বন্ধ হয়ে যাবে, তা মেনে নেওয়া যায় না।’

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জিন্না বলেন, ওই ছাত্রীর বড় ভাই আজ রোববার থানায় এসে এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। সিরাজের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।