এনজিওকর্মীর কবজি বিচ্ছিন্ন করে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৪

নরসিংদীতে এক এনজিওকর্মীর কবজি বিচ্ছিন্ন করে ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব
ছবি: সংগৃহীত

নরসিংদী শহরে দিনদুপুরে শান্তা আক্তার (৩১) নামের এক এনজিওকর্মীর কবজি বিচ্ছিন্ন করে ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। গতকাল বুধবার রাতে র‌্যাব-১১-এর একটি দল ঢাকা-সিলেট মহাসড়কে নরসিংদীর মাধবদী বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। আজ বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-১১-এর অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

র‍্যাব বলছে, এই ঘটনায় গ্রেপ্তার চারজনের মধ্যে দুজন সরাসরি জড়িত, অন্য দুজন তাঁদের সহযোগী। এই চারজন হলেন মো. রুবেল মিয়া (২৬), আবদুল বাদশা মিয়া (২২), মাহাবুবা আক্তার মেরিনা (২২) ও মিঠি বেগম (২৬)। অভিযানের সময় সহযোগীদের হেফাজত থেকে ছিনতাই করা ১ লাখ ৯১ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া সিসি ক্যামেরায় ধারণকৃত দৃশ্যে রুবেলের পরিহিত গেঞ্জি, বাদশার মাথার ক্যাপ ও ভুক্তভোগী নারীর মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গত মঙ্গলবার বেলা দেড়টার দিকে শহরের পশ্চিম কান্দাপাড়া এলাকার নরসিংদী সরকারি মহিলা কলেজের সামনে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। এই ঘটনায় ওই রাতেই বেসরকারি উন্নয়ন সংস্থা আশার বাজিরমোড় শাখার ব্যবস্থাপক ইসমাইল হোসেন শিকদার বাদী হয়ে অজ্ঞাত দুজনকে আসামি করে নরসিংদী মডেল থানায় মামলা করেন।

শান্তা আক্তার শহরের পশ্চিম ঘোড়াদিয়ার সংগীতা এলাকার মো. বাবু নাজিরের স্ত্রী। তিনি আশার বাজিরমোড় শাখার একজন ঋণ কর্মকর্তা হিসেবে পাঁচ বছর ধরে কাজ করছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মাধবদী বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ছিনতাইয়ের ঘটনায় সরাসরি জড়িত মো. রুবেল মিয়া ও আবদুল বাদশা মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‌্যাব। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই রাতেই অভিযান চালিয়ে অপর দুই সহযোগী মাহাবুবা আক্তার মেরিনা ও মিঠি বেগমকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

র‌্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল আলম বলেন, গ্রেপ্তার সবাই পেশাদার ছিনতাইকারী এবং বিভিন্ন অসামাজিক ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তাঁদের মধ্যে রুবেলের নামে ৪টি, বাদশার নামে ৮টি এবং মিঠি বেগমের নামে ২টি মামলা আছে।