এসবিএসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান আমজাদসহ ৭ জনের বিরুদ্ধে মামলা
অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে বিদেশে পাচারের অভিযোগে সাউথ-বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান এস এম আমজাদ হোসেনসহ ব্যাংকের সাতজন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁদের বিরুদ্ধে ২০ কোটি ৬০ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ আনা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুদকের উপপরিচালক মো. গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে মামলাটি করেন।
অন্য আসামিরা হলেন সাউথ-বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. মঞ্জুরুল আলম, ভাইস প্রেসিডেন্ট ও সাবেক শাখাপ্রধান এস এম ইকবাল মেহেদি, এক্সিকিউটিভ অফিসার ও ক্রেডিট ইনচার্জ মো. নজরুল ইসলাম, খুলনা শাখার সাবেক এমটিও এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সিনিয়র অফিসার তপু কুমার সাহা, সিনিয়র অফিসার বিদ্যুৎ কুমার মণ্ডল ও মারিয়া খাতুন।
মামলার এজাহারে বলা হয়, আসামিরা ক্ষমতার অপব্যবহার করে ভুয়া ভিজিট প্রতিবেদন ও ভুয়া স্টক লট প্রস্তুত করে খুলনা বিল্ডার্স লিমিটেড নামের একটি কাগুজে প্রতিষ্ঠানের মালিককে ঋণ পাইয়ে দিতে সহযোগিতা করেন। সংশ্লিষ্ট ঋণের উপকারভোগীরা সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড থেকে ২০ কোটি ৬০ লাখ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন। এসব অর্থ বিভিন্ন কোম্পানি ও ব্যক্তির হিসাবে স্থানান্তর করা হয়।
পরে বিভিন্নভাবে পাচার করেছেন বা পাচারের চেষ্টা করেছেন। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি ১৮৬০ ও মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২–এর সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আনা হয়েছে।