ওয়ালটনের শো-রুমে ডাকাতি, গ্রেপ্তার ৪

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

পান্থপথে ওয়ালটনের শো-রুমে ডাকাতির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে শেরেবাংলা নগর থানার পুলিশ। রোববার তেজগাঁও উপকমিশনার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ খবর জানিয়েছেন উপকমিশনার হারুন-অর-রশিদ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রবিউল ইসলাম, সুমন, রানা ও সাথি নামের এক যুবক। লুট হওয়া ১৮টি ওয়ালটন ফ্রিজ ও তিনটি এলইডি টিভি তাঁদের কাছ থেকে জব্দ করা হয়। পুলিশ বলছে, ফ্রিজগুলোর দাম ৩ লাখ ৮২ হাজার ২৮৯ টাকা, টিভিগুলোর দাম ৫৫ হাজার ৭১৬ টাকা।

হারুন-অর-রশিদ বলেন, ডাকাতির ঘটনাটি ঘটে গত ২৩ জুন রাত ১২টার দিকে। পান্থপথে ওয়ালটনের শো–রুম থেকে মালামাল কিশোরগঞ্জে পাঠানো হচ্ছিল। এ সময় একটি খালি পিকআপে সাত থেকে আটজন দুষ্কৃতকারী ঘটনাস্থলে আসেন। চাপাতি দিয়ে ভয় দেখিয়ে তাঁরা ওয়ালটন কোম্পানির গাড়িচালক ও সহকারীর হাত-মুখ বেঁধে ফেলেন। তারপর মালামাল নিয়ে চলে যান।

এ ঘটনায় ২৪ জুন শেরেবাংলা নগর থানায় একটি মামলা হয়। বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে ১ জুলাই বসিলায় রবিউলের উপস্থিতি শনাক্ত হয়। গ্রেপ্তারের পর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ৪ জুলাই দক্ষিণ কেরানীগঞ্জ থানার জাউচর এলাকা থেকে সুমন ও রানাকে ধরে ফেলে পুলিশ। পরে তাঁরাই সাথির অবস্থান সম্পর্কে জানান।

পুলিশ সূত্রে আরও জানা যায়, এ মামলার বাকি চার অভিযুক্ত মো. শাহজাহান, মেহেদি হাসান মৃধা ওরফে হাসান, মো. রনি ও আবদুর রহিম ময়মনসিংহের গোয়েন্দা বিভাগের করা অন্য মামলায় গ্রেপ্তার হয়ে জেলে আছেন।

মো. রবিউল ইসলাম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পুলিশ বলছে, গ্রেপ্তার ব্যক্তিরা আন্তবিভাগীয় ডাকাত দলের সক্রিয় সদস্য। তাঁরা জেলে থাকার সময় একে অন্যের সঙ্গে পরিচিত হন। তারপরই ডাকাতি ও দস্যুতাসহ বিভিন্ন অপরাধের পরিকল্পনা করেন।