কচ্ছপের শুঁটকি জব্দ

দিনাজপুরে ফুলবাড়ী উপজেলায় কচ্ছপের শুঁটকির বড় একটি চালান জব্দ করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ছবি: সংগৃহীত
দিনাজপুরে ফুলবাড়ী উপজেলায় কচ্ছপের শুঁটকির বড় একটি চালান জব্দ করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ছবি: সংগৃহীত

দিনাজপুরে ফুলবাড়ী উপজেলায় কচ্ছপের শুঁটকির বড় একটি চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) । জব্দ হওয়া শুঁটকির পরিমাণ ৪৮ কেজি। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে ফুলবাড়ী উপজেলার দাইনুর সীমান্তে অভিযান চালিয়ে শুঁটকির চালানটি জব্দ করা হয় । তবে এ ঘটনায় জড়িত থাকা কাউকে আটক করা যায়নি। 

বিজিবির ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শরীফ উল্লাহ্ আবেদ প্রথম আলোকে বলেন, দাইনুর বিজিবি ক্যাম্পের সদস্যরা গতকাল রাতে গোপন তথ্যের ভিত্তিতে ভারত থেকে চোরাইপথে কচ্ছপের শুঁটকি আসার খবর পায়। এ খবর পেয়ে রাত একটার দিকে সোনাহারপাড়া মাঠে অভিযান চালানো হয়। অভিযানের সময় বিজিবির সদস্যরা একদল চোরাকারবারিকে ধাওয়া দেন। এ সময় চোরাকারবারিরা তাদের সঙ্গে থাকা ১০টি ছোট চটের বস্তা ফেলে পালিয়ে যায়। পরে এ সব বস্তা থেকে কচ্ছপের ৪৮ কেজি শুঁটকি পাওয়া যায়। জব্দ শুঁটকির আনুমানিক মূল্য ৮ লাখ ৬৪ হাজার টাকা।

স্থানীয় সূত্রে বিভিন্ন সূত্রে জানা গেছে, দিনাজপুর জেলায় প্রায়ই ভারত থেকে আসা কচ্ছপের শুঁটকি জব্দের ঘটনা ঘটে। কচ্ছপের প্রতিকেজি শুঁটকি প্রায় ১৮শ টাকা কেজি দরে বিক্রি হয়ে থাকে।