কাজীপুরে পুলিশের ওপর হামলার অভিযোগ, ১১ ছাত্রলীগ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জের কাজীপুরে পুলিশের কাজে বাধাদান ও হামলার অভিযোগে উপজেলা ছাত্রলীগের ১১ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল সোমবার রাতে পুলিশের করা ওই মামলায় ছাত্রলীগের এক কর্মী গ্রেপ্তার হয়েছেন।

মামলার বাদী কাজীপুর থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন। এতে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদারসহ সংগঠনের ১১ নেতা-কর্মীকে আসামি করা হয়। গ্রেপ্তার ছাত্রলীগ কর্মীর নাম ইসমাইল হোসেন (১৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের চালিতাডাঙ্গা উচ্চবিদ্যালয় মাঠে জাতীয় পরিচয়পত্রের স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম চলছিল। বিকেল চারটার দিকে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার সেখানে যান। এরপর তিনি লাইনের বাইরে থাকা কয়েকজনকে আগে কার্ড দেওয়ার জন্য কর্তব্যরত ব্যক্তিদের ওপর চাপ দিতে থাকেন। এ নিয়ে লাইনে দাঁড়ানো ব্যক্তি ও ওই ছাত্রনেতার মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। এ সময় ঘটনাস্থলে থাকা কর্তব্যরত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে আসে। একপর্যায়ে সায়েমের নেতৃত্বে বেশ কয়েকজন পুলিশের ওপর চড়াও হন। তাঁরা পুলিশ সদস্যদের ধাক্কাধাক্কি, গালিগালাজ ও পোশাক ধরে টানাহেঁচড়া করেন। পরে সেখানে পুলিশের আরও সদস্য পৌঁছালে তাঁরা সটকে পড়েন।

আজ মঙ্গলবার দুপুরে কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম লুৎফর রহমান প্রথম আলোকে বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইসমাইলকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহম্মেদ প্রথম আলোকে বলেন, ভুল-বোঝাবুঝির কারণে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।

তবে এই বিষয়ে জানতে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়েমের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়।