কুষ্টিয়ায় ছাদে ঘুড়ি ওড়াতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী

কুষ্টিয়ার মিরপুরে ছাদে ঘুড়ি ওড়াতে গিয়ে স্কুলছাত্র তানজিদ জামান ওরফে সম্রাটের (১১) মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে তাঁর মৃত্যু হয়।

স্থানীয় সূত্র জানায়, গতকাল বিকেল পাঁচটায় মিরপুর পৌরসভার জিয়া সড়কে অবস্থিত বিশ্বাস সুপার মার্কেটের ছাদে ঘুড়ি ওড়াতে যায় তানজিদ। অসাবধানতাবশত ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয় সে। তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা ঢাকায় পাঠান। ঢাকা নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তানজিদের নিজেদের বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলার শওড়াবাড়িয়া গ্রামে তার দাফন সম্পন্ন হয়।

তানজিদ মিরপুর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের সহকারী ক্যাশিয়ার বেদেনা আক্তারের ছেলে। তার বাবার নাম কামরুজ্জামান। মিরপুরে তানজিদের পরিবার ভাড়া থাকে। সে আমরা নতুন শিক্ষা নিকেতনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, ‘গতকাল শুনেছিলাম এক ছাত্র ছাদ থেকে পড়ে আহত হয়েছে। পরে সে মারা গেছে কি না জানি না।’