কুষ্টিয়ায় নারীকে নিজ বাড়িতে কুপিয়ে হত্যা

সাবিনা ইয়াসমিন। ছবি: সংগৃহীত
সাবিনা ইয়াসমিন। ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার খোকসা উপজেলায় এক নারীকে তাঁর নিজ বাড়িতে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। খোকসা থানার পরিদর্শক (তদন্ত) কাফরুজ্জামান এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত নারীর নাম সাবিনা ইয়াসমিন (৪৮)।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, সাবিনা খোকসা মডেল টাউন এলাকায় একা থাকতেন। স্বামীর সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়ে গেছে। এই দম্পতির দুই ছেলে, এক মেয়ে। তাঁরা সবাই ঢাকায় থাকেন। বুধবার রাত থেকে সন্তানেরা মোবাইল ফোনে মা সাবিনার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন। ফোনে সাড়া না পেয়ে পরদিন বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁরা হামিদা খাতুন নামের এক প্রতিবেশীকে বিষয়টি জানান। গতকাল রাত সাড়ে ১০টার দিকে সাবিনার বাড়িতে যান হামিদা। সেখানে গিয়ে হামিদা দেখেন, বারান্দায় সাবিনার নিথর দেহ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।

খবর পেয়ে খোকসা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাবিনার লাশ উদ্ধার করে। আজ শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

সাবিনার ছেলে বাঁধন বলেন, তাঁর মা টাকা দাদন দিতেন। দাদন থেকে অর্জিত অর্থে তাঁর পড়ালেখার খরচ চলত। দাদনের টাকা নিয়ে বিরোধের জেরে এই খুনের ঘটনা ঘটতে পারে।

খোকসা থানার পরিদর্শক (তদন্ত) কাফরুজ্জামান বলেন, সাবিনাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘরের বারান্দায় কাঁথা দিয়ে তাঁর লাশ ঢেকে রাখা ছিল।

এই ঘটনায় সাবিনার মেয়ে শ্যামলী খাতুন বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন।

পুলিশ জানায়, খুনের সঙ্গে জড়িত সন্দেহে সাবিনার সাবেক স্বামী বাদশা মিয়া ও অপর দুই নারীকে আটক করা হয়েছে।