বিশেষ ক্ষমতা আইনে মামলা, দুই মাদ্রাসাছাত্র আটক

গ্রেপ্তার
প্রতীকী ছবি

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের অভিযোগে পুলিশ দুই মাদ্রাসাছাত্রকে আটক করেছে। গতকাল শনিবার রাতে শহরের একটি মাদ্রাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ব্যাপারে আজ রোববার প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।

কুষ্টিয়া জেলা পুলিশের এক শীর্ষ কর্মকর্তা আজ রোববার সকালে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন। প্রেস বিফ্রিংয়ে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাংসদ ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ উপস্থিত থাকবেন।

জেলা পুলিশের ওই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, সিসি ক্যামেরার ফুটেজ দেখে দুজনকে শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে মাদ্রাসা থেকে তাদের আটক করা হয়েছে। বিস্তারিত প্রেস বিফ্রিংয়ে জানানো হবে।

গত শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর করে দুর্বৃত্তরা।

আরও পড়ুন

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় থানায় মামলা হয়েছে। গতকাল শনিবার রাত ১২টার দিকে কুষ্টিয়া পৌরসভার সচিব কামাল উদ্দীন বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলাটি করেন। এদিকে ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে পুলিশ দুই মাদ্রাসাছাত্রকে আটক করেছে।

মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম মামলার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন। তিনি বলেন, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। মামলায় কোনো আসামির নাম বা আসামির সংখ্যা উল্লেখ করা হয়নি।

এদিকে ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে পুলিশ গতকাল রাতে শহরের একটি মাদ্রাসায় অভিযান চালিয়ে দুজনকে আটক করে। এ ব্যাপারে আজ রোববার প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে। কুষ্টিয়া জেলা পুলিশের এক শীর্ষ কর্মকর্তা আজ সকালে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন। প্রেস ব্রিফিংয়ে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাংসদ ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ উপস্থিত থাকবেন।

জেলা পুলিশের ওই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, সিসি ক্যামেরার ফুটেজ দেখে দুজনকে শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে মাদ্রাসা থেকে তাদের আটক করা হয়েছে।

গত শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর করে দুর্বৃত্তরা।