কুষ্টিয়ায় বাবাকে গলা টিপে হত্যা, ছেলে গ্রেপ্তার

কুষ্টিয়ার খোকসা উপজেলায় বাবাকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছেলে পুলিশের কাছে বাবাকে হত্যার কথা স্বীকার করেছেন। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার উপজেলার বেতবাড়িয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে।

নিহত ব্যক্তির নাম সানাউল্লাহ বিশ্বাস ওরফে সানাই বিশ্বাস।
গতকাল রাত ১০টায় পুলিশ সানাউল্লাহ বিশ্বাসের গ্রামের বাড়ির মেঝে খুঁড়ে সানাউল্লাহ বিশ্বাসের লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত সানাউল্লাহর বড় ভাই মো. আবদুল বারিক বিশ্বাস বাদী হয়ে খোকসা থানায় একটি হত্যা মামলা করেছেন। এ ঘটনায় নিহত ব্যক্তির ছেলে রানা বিশ্বাসকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে বাবাকে হত্যার কথা স্বীকার করেছেন ছেলে রানা বিশ্বাস।

আবদুল বারিক বিশ্বাস সাংবাদিকদের বলেন, নিহত সানাউল্লাহ কখনো ফেরিওয়ালা, কখনো দিনমজুর হিসেবে কাজ করতেন। ফেরিওয়ালার কাজে বাড়ি থেকে বের হয়ে এক থেকে দেড় মাস বাইরে থাকতেন। বড় মেয়ে সোনিয়াকে বিয়ে দিয়েছিলেন। বিয়ের কয়েক মাস পর মেয়ের সংসার ভেঙে যায়। সোনিয়া বাবার বাড়ি ফিরে আসার সময় দেনমোহরের ১ লাখ ৬০ হাজার টাকা নিয়ে আসেন। সেই টাকা বাবা সানাউল্লাহ তাঁর এক আত্মীয়ের কাছে রেখে দেন। কিছুদিন পর ওই টাকা সোনিয়া ও তাঁর মায়ের কাছে দিয়ে দেন ওই আত্মীয়। প্রায় আড়াই মাস আগে অভাবের সংসার চালাতে টাকাগুলো চাইলে সোনিয়া ও তাঁর মা টাকা দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে সানাউল্লাহ পরিবারের সবাইকে মারধর করেন।

অভিযুক্ত রানা বিশ্বাসের বরাত দিয়ে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নূরানী ফেরদৌস প্রথম আলোকে বলেন, সানাউল্লাহর সঙ্গে পরিবারের সবার অশান্তি চলছিল। এ অবস্থায় বাবার সঙ্গে ঝগড়া শুরু হলে কথা-কাটাকাটির একপর্যায়ে ছেলে রানা বাবাকে ধাক্কা দেন। ওই সময় বাবা খাটের সঙ্গে ধাক্কা খেয়ে মাথায় আঘাত পান। এরপর রানা বাবার গলা টিপে হত্যা করেন। লাশ লুকিয়ে রাখতে বাড়ির রান্নাঘরের মেঝেতে প্রায় চার ফুট গর্ত খুঁড়ে সেখানে চাপা দিয়ে রাখেন।

পুলিশ রানাকে গতকাল বিকেলে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে বাবাকে হত্যার পর লাশ মাটি চাপা দেওয়ার কথা স্বীকার করেন ছেলে রানা।

এ বিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মেহেদী মাসুদ বলেন, আদালতে ১৬৪ ধারায় রানা বিশ্বাসের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হবে।