নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের কর্মী ও ভুলতা স্কুল অ্যান্ড কলেজ ব্যবস্থাপনা কমিটির সদস্য জরিনা আক্তার হালিমার হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় রূপগঞ্জের ভুলতা এলাকায় ওই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা ওই কর্মসূচি পালন করেন।
১৩ নভেম্বর জরিনা আক্তারকে দুর্বৃত্তরা নির্মমভাবে কুপিয়ে হত্যা করে।