গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ফরিদপুর জেলা শহরের চরকমলাপুর এলাকায় ঘরের ভেতর থেকে আজ মঙ্গলবার সকালে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর তাঁর স্বামী পালিয়ে গেছেন। কলহের জের ধরে স্বামী তাঁকে হত্যা করে থাকতে পারেন বলে ধারণা করছে পুলিশ ও পরিবার।

নিহত গৃহবধূর নাম রিনা বেগম (২২)। তিনি নগরকান্দা উপজেলার রামনগর গ্রামের মো. হাসান মাতুব্বরের (৩২) স্ত্রী। তাঁরা জেলা শহরের চরকমলাপুর এলাকায় ভাড়া থাকতেন। রিনা গৃহকর্মীর কাজ করতেন। হাসান রিকশা চালান। তাঁদের এক ছেলে ও এক মেয়ে আছে।

পরিবার সূত্রে জানা যায়, রিনা সালথা উপজেলার কুমারপট্টি এলাকার শাহজাহান শেখের মেয়ে। ৯ বছর আগে হাসানের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের পরিবারে অভাব-অনটন ছিল। হাসান নেশা করতেন। এসব নিয়ে রিনা ও হাসানের ঝগড়া হতো।

রিনার মা জুলেখা বেগম বলেন, আজ সকালে তিনি চরকমলাপুর এলাকার ভাড়া বাসায় গিয়ে ঘরের ভেতর রিনাকে পড়ে থাকতে দেখেন। এলাকাবাসীর সহায়তায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিনাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, কলহের জের ধরে তাঁর মেয়েকে হাসান হত্যা করে পালিয়ে গেছেন।

এ ব্যাপারে ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. বেলাল হোসেন বলেন, খবর পেয়ে সকাল ৯টার দিকে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে রিনার স্বামী হাসান মাতুব্বর পলাতক। এ ঘটনায় থানায় হত্যা মামলা করার প্রস্তুতি চলছে।