গৌরনদীতে ছাত্রী অপহরণের ঘটনায় মামলা

অপহরণ
প্রতীকী ছবি

বরিশালের গৌরনদীতে এক স্কুলছাত্রীকে অপহরণের ঘটনায় মামলা হয়েছে। সোমবার গৌরনদী মডেল থানায় ছাত্রীর বাবা ৪ জনের নাম উল্লেখসহ কয়েকজনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন। এর আগে গত শনিবার রাতে নিজ বাড়ি থেকে অস্ত্রের মুখে ওই ছাত্রীকে অপহরণের ঘটনা ঘটে।

অপহৃত ছাত্রী স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। তার বাবা ফল ব্যবসায়ী। ছাত্রীর মা (৫২) জানান, ছাত্রী প্রাইভেট পড়তে যাওয়া-আসার সময় উপজেলার শাওড়া গ্রামের মো. রাব্বি শেখ (২৪) তাকে উত্ত্যক্ত করতেন। কিছুদিন যাবৎ রাব্বি তার পথ আগলে কুপ্রস্তাব দেন। ছাত্রীটি সে প্রস্তাব প্রত্যাখ্যান করলে লাঞ্ছিত করে অপহরণের হুমকি দেওয়া হয়। বিষয়টি ওই ছাত্রী রাব্বির ভাই ও মায়ের কাছে বলে। এতে রাব্বি শেখ ক্ষিপ্ত হয়ে দেখে নেওয়ার হুমকি দেন।  

স্কুলছাত্রীর বাবা বলেন, শনিবার মেয়েকে বাড়িতে রেখে আমরা ঘরের বাইরে প্রয়োজনীয় কাজে যাই। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাব্বি শেখের নেতৃত্বে ৩ থেকে ৪ জন এসে অস্ত্রের মুখে ছাত্রীকে মোটরসাইকেলে করে তুলে নিয়ে যান। ঘটনার প্রত্যক্ষদর্শী ও গ্রামের বাসিন্দা সজল সরদারসহ (৩০) একাধিক ব্যক্তি জানান, অপহরণের সময় ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে যাওয়ার আগেই মোটরসাইকেলটি দ্রুত চলে যায়।

গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. তৌহিদুজ্জামান বলেন, ছাত্রীটিকে উদ্ধার ও আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।