চকরিয়ায় ইজিবাইকচালককে ছুরিকাঘাতে হত্যা

লাশ
প্রতীকী ছবি

কক্সবাজারের চকরিয়া পৌরসভার পালাকাটা এলাকায় এক ইজিবাইকচালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ইজিবাইকচালকের নাম আবদুস শুক্কুর (১৮)। তিনি চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ইলিশিয়া এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে।

নিহত ব্যক্তির পরিবারের সদস্যদের ভাষ্য, শুক্কুর পেশায় ইজিবাইকচালক। গতকাল সন্ধ্যায় শুক্কুর ইজিবাইক নিয়ে বের হন। রাত সাড়ে আটটার দিকে পালাকাটা এলাকায় সড়কের পাশে শুক্কুর ছুরিকাঘাতে আহত অবস্থায় পড়ে ছিলেন। কয়েকজন পথচারী তাঁকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শুক্কুরের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক। তিনি বলেন, শুক্কুরের বুক, পেট ও মুখে ছুরির আঘাতের চিহ্ন আছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, মাদক ব্যবসার বিরোধের জের ধরে শুক্কুর খুন হয়েছেন। তবে আরও অনুসন্ধান চলছে। তাঁকে কারা হত্যা করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।