চট্টগ্রামে ঠিকাদার হত্যায় গ্রেপ্তার ৩
চট্টগ্রামে মোহাম্মদ মহিউদ্দিন (৪২) নামের ঠিকাদার হত্যা মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার দুপুরে পুলিশ এই তথ্য জানায়।
গ্রেপ্তার তিনজন হলেন—ফয়সাল ইসলাম ওরফে পিস্তল বাবু, সুমন মিয়া ও মো. রুবেল। গতকাল শনিবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।
চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির প্রথম আলোকে বলেন, মহিউদ্দিনের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেছিলেন সন্ত্রাসীরা। চাঁদা না পেয়ে তাঁরা তাঁকে হত্যা করেন।
ওসি জাহিদুল কবির বলেন, গোপন তথ্যের ভিত্তিতে তিন আসামিকে আখাউড়া থেকে গ্রেপ্তার করা হয়। মহিউদ্দিনকে হত্যার পর আসামিরা কক্সবাজার পালিয়ে যান। সেখান থেকে যান আখাউড়া। আখাউড়া থেকে তাঁরা ভারতে পালিয়ে যেতে চেয়েছিলেন। তাঁদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার হয়েছে।
গত বৃহস্পতিবার ভোররাতে নগরের কোতোয়ালি থানার কাজীর দেউড়ি ২ নম্বর গলিতে ছুরিকাঘাত করে মহিউদ্দিনকে হত্যা করা হয়। তিনি পেশায় ভবন নির্মাণের ঠিকাদার ছিলেন।
মহিউদ্দিন হত্যার ঘটনায় তাঁর ভাই নেজাম উদ্দিন বাদী হয়ে মামলা করেন। মামলায় ফয়সাল ইসলামকে ১ নম্বর আসামি করা হয়।