চুয়াডাঙ্গায় প্রতিপক্ষের হামলায় যুবলীগ কর্মী নিহত

চুয়াডাঙ্গার দর্শনায় প্রতিপক্ষের হামলায় নাঈমুর রহমান (৩৯) নামের যুবলীগের এক কর্মী নিহত হয়েছেন। দর্শনা রেলগেটের কাছে শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে উপস্থিত থাকায় দুর্বৃত্তদের হামলায় একজন আহত হয়েছেন।

নাঈমুর দর্শনার ঈশ্বরচন্দ্রপুরের মৃত আবদুর রবের ছেলে। আহত মনজুর আহমেদ চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত একটি স্থানীয় পত্রিকার সাংবাদিক।

নাঈমুরের বড় ভাই দর্শনা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মঈনুদ্দীন। মঈনুদ্দীনের স্ত্রী রেহেনা পারভীন বলেন, আজ বিকেল সাড়ে চারটার দিকে নাঈমুরের ঘনিষ্ঠ বন্ধু হেলাল বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এর কিছুক্ষণ পর নাঈমুরকে দর্শনা রেলগেটের কাছে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকার কথা শুনে ঘটনাস্থলে যান। এরপর তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক মনজুর আহমেদ প্রথম আলোকে বলেন, বন্ধুকে সঙ্গে নিয়ে তিনি দর্শনা থেকে ঈশ্বরচন্দ্রপুরে যাচ্ছিলেন। পথে দেখতে পান, দুর্বৃত্তরা নাঈমুরকে এলোপাতাড়ি কোপাচ্ছে। ঘটনাস্থলে দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই দুর্বৃত্তরা লোহার পাইপ নিয়ে তাঁর ওপর হামলা করে। খুনের ঘটনা দেখে ফেলায় তাঁর ওপর হামলা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শামীমা ইয়াসমিন বলেন, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে দুজনকে সদর হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁদের মধ্যে নাঈমুর হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কানাই লাল সরকার প্রথম আলোকে বলেন, ধারালো অস্ত্রের আঘাতে নাঈমুরকে হত্যা করা হয়েছে।