চুয়াডাঙ্গায় সোনার বারসহ ইউপি সদস্য আটক
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় তিনটি সোনার বারসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রোববার বিকেল পাঁচটার দিকে উপজেলার গয়েশপুর এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
আটক ইউপি সদস্যের নাম ইস্রাফিল হোসেন ওরফে পুকু (৪৬)। তিনি গয়েশপুর ইউপির ১ নম্বর ওয়ার্ডের সদস্য।
৫৮ বিজিবির মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজিবির বিশেষ টহল দল গতকাল বিকেলে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ইউপি সদস্য ইস্রাফিল হোসেনকে তিনটি সোনার বার, মোটরসাইকেল ও নগদ টাকাসহ আটক করা হয়। সোনার বারের ওজন এক কেজির বেশি। সব জব্দ মালামালের মূল্য ৫৮ লাখ ১৮ হাজার ৬১৬ টাকা। ইউপি সদস্যকে থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে মামলা হবে।