জগন্নাথ বিশ্ববিদ্যালয়ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

যৌন হয়রানি
প্রতীকী ছবি

পুরান ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই শিক্ষার্থী সূত্রাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রহমান সোমবার প্রথম আলোকে বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এ ছাড়া স্থানীয় সোর্সের মাধ্যমেও অভিযুক্তকে আটক করার চেষ্টা চলছে। সর্বাধিক গুরুত্ব দিয়ে পুলিশের পাঁচ-ছয়টি টিম অভিযুক্তকে খোঁজার কাজ করছে। দ্রুত তাঁকে আটক করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

ওই শিক্ষার্থীর সহপাঠীরা জানান, টিউশনি ও অনলাইন ক্লাসে অংশ নেওয়ার সুবিধার্থে ক্যাম্পাসের পাশে বাসা ভাড়া করে আছেন তিনি। লকডাউনের ঘোষণায় রোববার বাজার নিয়ে বাসায় ফিরছিলেন। কবি নজরুল সরকারি কলেজের পাশের গলি দিয়ে যাওয়ার সময় নির্জনতার সুযোগে একটি ছেলে তাঁকে আক্রমণ করে। এ সময় শিক্ষার্থী চিৎকার শুরু করলে ওই ছেলে পালিয়ে যায়।

সহপাঠীরা অভিযোগ করে বলেন, শিক্ষার্থী চিৎকার করে আশপাশের মানুষের কাছে সাহায্য চাইলেও কেউ এগিয়ে আসেনি।

এ ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবি জানিয়েছেন ঢাকায় অবস্থানরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে নিরাপত্তা নিয়ে চারটি দাবি জানিয়েছেন তাঁরা। দাবিগুলো হলো ছাত্রীকে যৌন হয়রানিতে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশি নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি সার্বক্ষণিক নজরদারি, অবিলম্বে ছাত্রী হল চালু করে শিক্ষার্থীদের হলে আসন বরাদ্দ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে ‘নিপীড়নবিরোধী সেল’ গঠন করে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত ও যৌন নিপীড়নের ঘটনায় বিনা মূল্যে আইনি সহায়তা প্রদান করা।

এ ঘটনার বিষয়ে প্রক্টর মোস্তফা কামাল বলেন, পুলিশ আশপাশের ‘কিশোর গ্যাং’সহ অন্যান্য অপরাধে জড়িত ব্যক্তিদের আটকের চেষ্টা করছে। দ্রুত অভিযুক্তকে খুঁজে বের করে আইনানুসারে বিচারের আওতায় আনা হবে। শিক্ষার্থীদের যেকোনো সমস্যায় প্রশাসন সব সময় সোচ্চার ছিল, থাকবে।