জন্মসনদ করে দেওয়ার আশ্বাসে পোশাকশ্রমিককে ধর্ষণের অভিযোগ

ধর্ষণ
প্রতীকী ছবি

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় জন্মসনদ তৈরি করে দেওয়ার আশ্বাস দিয়ে এক নারী পোশাকশ্রমিককে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় করা মামলায় পুলিশ এক যুবককে গ্রেপ্তার করেছে। ওই যুবকের নাম নাজমুল হাসান (২২)। তিনি উপজেলার একটি ইউনিয়ন পরিষদের তথ্যসেবা কেন্দ্রের উদ্যোক্তা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শেরপুরের শ্রীবরদী উপজেলার এক কৃষকের মেয়ে (২০) ঢাকায় পোশাক কারখানায় চাকরি করতেন। করোনাকালে তাঁর চাকরি চলে যায়। এরপর থেকে মেয়েটি বকশীগঞ্জ উপজেলায় নানার বাড়িতে থাকেন। ঢাকায় আবার একটি পোশাক কারখানায় চাকরির জন্য জন্মসনদের প্রয়োজন ছিল।

তিনি জন্মসনদের জন্য বকশীগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন পরিষদের তথ্যসেবা কেন্দ্রের উদ্যোক্তা নাজমুল হাসানের সঙ্গে যোগাযোগ করেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় নাজমুল ওই নারীকে ইউনিয়ন পরিষদে যেতে বলেন। সেখানে তিনি ধর্ষণের শিকার হন অভিযোগে গতকাল সোমবার রাতে বকশীগঞ্জ থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ওই রাতেই নাজমুলকে গ্রেপ্তার করে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ওই নারী বাদী হয়ে থানায় দুজনের নামে মামলা করেছেন। এ ঘটনায় প্রধান আসামি নাজমুলকে গ্রেপ্তার করা হয়েছে। ধর্ষণের ঘটনায় সহযোগিতার অভিযোগে আরেকজনকে আসামি করা হয়েছে। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।