জামালপুরে দুই আ.লীগ নেতার গুদাম থেকে ৯৭ বস্তা চাল জব্দ

জামালপুরের ইসলামপুর উপজেলায় দুই আওয়ামী লীগ নেতার গুদাম থেকে ৯৭ বস্তা চাল জব্দ করেছে প্রশাসন। আজ রোববার বেলা দুইটার দিকে উপজেলার চিনাডুলী ইউনিয়নের গুঠাইল বাজারের একটি গুদাম থেকে চালগুলো জব্দ করা হয়।

উপজেলা প্রশাসন বলছে, চালগুলো ঠিক কোন প্রকল্পের, তা এখনো জানা যায়নি। তবে এগুলো যে সরকারি চাল, সে বিষয়ে তারা নিশ্চিত। তবে কাউকে গ্রেপ্তার করতে পারেনি প্রশাসন।

গুদামমালিক দুই আওয়ামী লীগ নেতা হলেন উপজেলার চিনাডুলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মো. মোশারফ হোসেন ও একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মো. মোয়াজ্জেম হোসেন। তাঁরা দুজন একসঙ্গে চালের ব্যবসা করেন। এসব চাল তাঁরা দুজন কালোবাজার থেকে কিনে ওই গুদামে রেখেছিলেন।

ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও পুলিশ যৌথভাবে গুঠাইল বাজারে অভিযান চালায়। এ সময় মোশারফ হোসেন ও মোয়াজ্জেম হোসেনের গুদাম থেকে ৯৭ বস্তা সরকারি চাল জব্দ করা হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে তাঁরা দুজন পালিয়ে যান। ফলে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।

ইউএনও মো. মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, অভিযান চালিয়ে একটি গুদাম থেকে এসব চাল জব্দ করা হয়েছে। গুদামের মালিকেরা অভিযানের বিষয়টি টের পেয়ে পালিয়ে যান। চালগুলো কোন প্রকল্পের, সেটা এখনো নির্ধারণ করা যায়নি। তবে চালগুলো সরকারি—এটা নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় থানায় নিয়মিত মামলা হবে।

জামালপুরের সহকারী পুলিশ সুপার (ইসলামপুর সার্কেল) মো. সুমন মিয়া বলেন, অভিযানটি যৌথভাবে হয়েছে। অভিযানের খবরে গুদামমালিকেরা পালিয়ে যান। তবে তাঁদের গ্রেপ্তারে একাধিক স্থানে অভিযান চালানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে তাঁদের গ্রেপ্তার করা হবে।