জয়পুরহাটে গৃহবধূকে কুপিয়ে হত্যা, স্বজন আটক

লাশ
প্রতীকী ছবি

জয়পুরহাটে এক যুবক তাঁর চাচিকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ করেছেন স্বজনেরা। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জয়পুরহাট সদর উপজেলার খঞ্জনপুর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় রাকিবুল হাসান ওরফে টিটুকে (৩৫) ধাওয়া করে আটক করে পুলিশে দিয়েছেন গ্রামবাসী।

নিহত গৃহবধূর নাম মাসুমা বেগম (৫৫)। তিনি খঞ্জনপুর পূর্বপাড়া গ্রামের মৃত কায়েত আলীর স্ত্রী।

গ্রামবাসী ও নিহত নারীর স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাকিবুল আজ সকালে ঘুম থেকে উঠে বাড়ির সামনে রোদ পোহাচ্ছিলেন। এ সময় সেখানে তাঁর চাচি মাসুমা বেগম জ্বালানি শুকাতে দিচ্ছিলেন। এতে রাকিবুল ক্ষিপ্ত হয়ে সেখান থেকে বাড়িতে গিয়ে ডাব কাটার দা আনেন। এরপর পেছন থেকে দা দিয়ে তাঁর চাচিকে কোপাতে শুরু করেন। একপর্যায়ে তিনি দা ফেলে সেখান থেকে দৌড়ে পালিয়ে যান। প্রতিবেশীরা গিয়ে মাসুমা বেগমকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

নিহত মাসুমা বেগমের ভাগনে সাজু সরদার বলেন, ‘আমার মামাতো ভাই রাকিবুল মাসকাসক্ত। সে আমার মামিকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে। প্রতিবেশীরা তাঁকে ধাওয়া করে ধরে পুলিশে দিয়েছে।’

জয়পুরহাট সদর থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান বলেন, মাসুমা বেগমের লাশ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। ঘাতক রাকিবুল হাসানকে আটক করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

জয়পুরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আবদুস সালাম বলেন, রাকিবুল হাসান তাঁর চাচির কাছ থেকে টাকা নিয়েছিলেন। এ নিয়ে তাঁদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। আজ রাকিবুল তাঁর চাচিকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন।