টাঙ্গাইলে গ্রাম্য সালিসে প্রতিপক্ষের হামলায় মুক্তিযোদ্ধা নিহত

লাশ
প্রতীকী ছবি

টাঙ্গাইলের বাসাইলে গ্রাম্য সালিসে প্রতিপক্ষের হামলায় একজন মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার হাবলা ইউনিয়নের মটরা গ্রামে এ ঘটনা ঘটে। ওই মুক্তিযোদ্ধার নাম আবদুল লতিফ খান (৭০)। তিনি ওই গ্রামের বাসিন্দা।

পুলিশ ও নিহতের পরিবারের ভাষ্য, কয়েক দিন ধরে মুক্তিযোদ্ধা আবদুল লতিফ খানের সঙ্গে দুটি পুকুর নিয়ে প্রতিবেশী আবু খানের বিরোধ চলে আসছিল। এ নিয়ে শুক্রবার সন্ধ্যায় স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শাহজাহান খানের বাড়ির উঠানে সালিস বৈঠক বসে। সালিসের একপর্যায়ে কথা-কাটাকাটির জের ধরে আবু খানের পক্ষের লোকজন লতিফ খানের ওপর হামলা করেন। পরে স্থানীয়রা লতিফকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

লতিফ খানের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে আছে। সেখানে লাশের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে বলে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানিয়েছেন।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, এ ঘটনায় মামলা হবে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।