ডাস্টবিনের মরা মুরগি যেত হোটেলে

নারায়ণগঞ্জে নগরের কাঁচাবাজারের ডাস্টবিনে ফেলে দেওয়া মরা মুরগি সংগ্রহ করতেন অনুপ দাস (৩৪) ও তাঁর সঙ্গীরা। পরে এগুলো সরবরাহ করা হতো বিভিন্ন হোটেলে।

আজ সোমবার দুপুরে নগরের প্রেসিডেন্ট রোড এলাকা থেকে আটক হন অনুপ। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আক্তার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁকে এক বছরের কারাদণ্ড দেন। ।

ম্যাজিস্ট্রেট রুমানা আক্তার প্রথম আলোকে বলেন, মরে যাওয়া মুরগি ডাস্টবিনে ফেলে দেওয়া হয়। এসব মুরগি সংগ্রহ করে নগরের প্রেসিডেন্ট রোডে অবস্থিত একটি খাবার হোটেলে সরবরাহ করতে আসেন অনুপ দাস ও তাঁর সঙ্গী জব্বর। ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করার সময় অনুপ ধরা পড়লেও সহযোগী পালিয়ে যান। এ অপরাধে তাঁকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে মক্কা-মদিনা স্টোরকে ২০ হাজার ও মক্কা-মদিনা হোটেলকে ৫০ হাজার মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।